ওয়েব ডিজাইন সম্পর্কে একটু আধাটু জ্ঞান পূর্বেই ছিল। কম্পিউটার সফটওয়্যার, হার্ডওয়্যার সম্পর্কে দীর্ঘ ২২ বছরের অভিজ্ঞতা তাই মহান সৃষ্টিকর্তা হয়তো পেশা হিসাবে দান করেছেন। বাতায়নে তথ্যগুলি আপলোড করতে প্রয়োজন ছিল পাসওয়ার্ড ও ইউজার আইডির। রংপুর আঞ্চলিক কার্যালয়ের মোঃ আশরাফুল ইসলাম আরডিপি উপসচিব স্যার হটাৎ একদিন ডেকে বললেন রঘু গুচ্ছগ্রামের নামে একটি ওয়েব বাতায়ন আছে তুমি জানো? জি স্যার জানি। তখন স্যার প্রোগ্রামার কেয়া রানী মহোদয়কে ফোন করে আমাকে তাঁর কাছে যেতে বলেন। আমি সেখানে গিয়ে পাসওয়ার্ড ও ইউজার আইডি এবং প্রার্থমিক ধারনা নিয়ে চলে আসি। মনে হচ্ছিল - আমি কি এটা সহজেই করতে পারব? অনেক তথ্য উপাত্ত দরকার হবে হয়ত। পরে ধীরে ধীরে সবই সংগ্রহ করতে পারলাম। এখন রংপুর সিভিআরপি আঞ্চলিক অফিসের ওয়েব সাইট অনেক সুন্দর এবং আপডেটেড। এজন্য আমি কৃতজ্ঞতা জানাচ্ছি- প্রোগ্রামার কেয়া রাণী, এসিস্ট্যান্ট প্রোগ্রামার রুবেল মিয়া এবং প্রকল্পের সংশ্লিষ্টদের।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS