গুচ্ছগ্রাম (সিভিআরপি) প্রকল্প হচ্ছে গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অন্যতম দারিদ্র বিমোচন প্রকল্প। এ প্রকল্পের লক্ষ্য হচ্ছে বাংলাদেশের ১০,৬৫০ টি জলবায়ু দুর্গত ভূমিহীন, গৃহর্হীন, ছিন্নমূল পরিবারের জন্য জমি, বাসস্থান, প্রশিক্ষণ, ঋণ, স্বাস্থ্যসেবা, পরিবার পরিকল্পনা, আয়বর্ধক কার্যক্রম, বিশুদ্ধ খাবার পানির সংস্থান, যাতায়াত ব্যবস্থার উন্নয়ন ও বৃক্ষরোপনের সুবিধা প্রদান করে দারিদ্র বিমোচন করা। পুনর্বাসিত পরিবারবর্গ বিআরডিবির মাধ্যমে বিভিন্ন আয়বর্ধক বিষয়ের উপর স্বল্প-মেয়াদী বা দীর্ঘ-মেয়াদী প্রশিক্ষণ গ্রহনের মাধ্যমে সামাজিকভাবে সচেতন, স্বাবলম্বী ও দক্ষ জনশক্তি হিসাবে গঢ়ে তোলা হয়। রংপুর আঞ্চলিক কার্যালয় থেকে রংপুর ও রাজশাহী বিভাগের গুচ্ছগ্রাম সমূহের কার্যক্রম পরিচালনা করা হয়। এ পর্যন্ত রংপুর বিভাগে ৩৮ টি গুচ্ছগ্রামে ১৬৯০ টি পরিবারকে এবং ২৭ টি গুচ্ছগ্রামে ১১৪০ টি পরিবারকে পুনর্বাসন করা হয়েছে। বর্তমানে রংপুর বিভাগের ৩ টি গুচ্ছগ্রামে ৯০ টি পরিবারকে এবং রাজশাহী বিভাগের ১ টি গুচ্ছগ্রামে ৩০ টি পরিবারকে পুর্নবাসনের কাজ শুরু হতে যাচ্ছে। পুনর্বাসিত প্রতিটি পরিবারকে স্বামী ও স্ত্রীর নামে ৪ থেকে ৮ শতক জমি রেজিস্ট্রেশনসহ কবুলিয়ত দলিল প্রদান করা হয়।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS